ছবি সংগৃহীত
কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের টানা ৩৬ দিনব্যাপী আন্দোলনে ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন— নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলাওয়ার হোসেন, মুহা. কামাল হোসাইন ও ড. আবদুল মান্নানসহ কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।