ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৪৭ বছর ধরে লড়াই-সংগ্রাম করছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ত্যাগ শিকার করেছেন কিন্তু আন্দোলন থেকে সরে যাননি।