ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাইয়ের ৩৬ দিনের সংগ্রামের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। কিন্তু সকল আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। এখনো বিচার ও সংস্কারের কাজ বাকি আছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নাটোরের গাড়িখানায় জুলাই আন্দোলনে নিহতদের কবর জিয়ারত শেষে শহরের ভবানীগঞ্জে নির্মিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আদিলুর রহমান বলেন, বিচারকে দৃশ্যমান করার প্রক্রিয়া চলছে এবং তা দৃশ্যমান হয়ে উঠছে। সংস্কারও এগিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু এর মধ্যে যে তৃতীয় কাজ—নির্বাচন, সেই নির্বাচনেরও ঘোষণা এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে। কারণ এটা শুধু সরকার নয়, একটা গণঅভ্যুত্থানের সরকার। তাই এই সরকার সকল অঙ্গীকার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরও বলেন, ঢাকায় গণভবনে জুলাই যাদুঘরে সকল সংগ্রামের গাঁথা, ভয়াবহ স্মৃতি, সকল অন্যায়ের চিহ্নগুলো সংরক্ষণ করা হবে। সারাদেশে যে শহীদ স্মৃতিস্তম্ভ, তা শুধু শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য নয়, জুলাই যাদুঘরও এর অংশ। সারাদেশে শহীদদের স্মৃতি ধরে রাখার জন্য তাদের কবরগুলো বাঁধানোর চেষ্টা করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।