খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে কে বা কারা ৬টি লাল টেপ মোড়ানো বোমা সদৃশ্য বস্তু ফেলে রেখে গেছেন।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলাস্থ তার বাড়ির সামনে থেকে রূপসা থানা পুলিশ এগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে রূপসা থানায় খবর দিলে থানা পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সর্দার মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে থেকে বোমা সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে কে বা কারা সেগুলো ফেলে রেখে গেছে সে সম্পর্কে এখনও জানা যায়নি।