বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবম আসরের গ্রুপ পর্বের শেষদিকের খেলায় আজ মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে দুই দল রয়েছে বিপরীত অবস্থানে।
প্রথম দল হিসেবে চলতি বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছিল সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে প্রথম দল হিসেবে এবারের বিপিএলের মঞ্চ থেকে ছিটকে গেছে খুলনা টাইগার্স। তবুও এই দুই দলের মধ্যকার আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ।
এমন ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা অধিনায়ক শাই হোপ।
খুলনার এই ম্যাচে জয়-পরাজয়ে কোনো সুবিধা-অসুবিধা না হলেও বিপরীত অবস্থান সিলেটের। চলমান বিপিএলে শীর্ষস্থান ধরে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে মাশরাফী বিন মোর্ত্তজাদের। জয়ের লক্ষ্যে এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে সিলেট।
পাকিস্তানে চলে যাওয়া ইমাদ ওয়াশিম এবং মোহাম্মদ আমিরকে ফিরিয়ে এনেছে দলটি। দুইজনই খেলবেন আজ সিলেটের একাদশে। এছাড়াও দলে খেলবেন গুলবাদিন নাইব।
অন্যদিকে এই ম্যাচে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন খুলনার টিম ম্যানেজমেন্ট। পুরো টুর্নামেন্টে ভালো না খেলা এবং একাদশে সুযোগ না পাওয়া মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানদের নামিয়েছে দলটি।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, ইমাদ ওয়াশিম, গুলবাদিন নাঈব, মোহাম্মদ আমির, তানজিম হাসান সাকিব, রুবেল হোসেন।
খুলনা টাইগার্স একাদশ: শাই হোপ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী রাব্বি, অ্যান্ড্রু বালবির্নি, সাব্বির রহমান রোমান, হাসান মুরাদ, পল ভ্যান মিকেরেন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন।