ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সাক্ষাৎকারে রণবীর দীপিকা সম্পর্কে একটি গোপন তথ্য প্রকাশ করছেন। পাশে বসে দীপিকা বারবার তাকে থামানোর চেষ্টা করছেন। তখন দীপিকা মজার ছলে বলেন, ‘আমিও কিন্তু সব বলে দেবো।
এরপরই রণবীর বলেন, ‘একদিন দীপিকা ফোনে কিছু একটা অর্ডার করছিল। আমি তার সঙ্গে খুনসুটি করছিলাম। তাতে রেগে গিয়ে ও ফোন ভেঙে দিয়েছিল। দীপিকার এই দিকটা কিন্তু প্রায় কেউ জানেন না।
রণবীরের কথা শুনে দীপিকা পাশ থেকে হেসে স্বীকার করেন, সেদিন রণবীর সত্যিই তাকে খুব বিরক্ত করেছিলেন। একসময় দীপিকা ও রণবীরের প্রেম ছিল বলিউডের আলোচিত বিষয়।
তবে সেই সম্পর্ক সুখকর ছিল না দীপিকার জন্য, যার ফলে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে রণবীর কাপুর আলিয়া ভাটের সঙ্গে সুখে সংসার করছেন, আর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে ব্যস্ত।