ফাইল ছবি
অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা ও লন্ডনে চিকিৎসার বিষয়ে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার দুপুর ১২টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছেন দলটির প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
এর আগে রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের জানানো হয় যে, উন্নত চিকিৎসার জন্য কুয়েতের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্য রওনা হবেন বিএনপি প্রধান।
বুধবার লন্ডনে পৌঁছানোর পর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় সাত বছর পর মা-ছেলের সরাসরি সাক্ষাৎ হবে।
এর আগে ২০১৭ সালে ১৬ জুলাই চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন। লিভার সিরোসিসসহ একাধিক স্বাস্থ্য জটিলতায় ভুগতে থাকা ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লন্ডনে বেশ কয়েক মাস অবস্থান করতে পারেন বলে জানা গেছে।