ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষী দিতে রাজী না হওয়ায় বিচার ব্যবস্থাকে ব্যবহার করে সব মামলায় জড়িয়ে অন্যায় ভাবে কারাদন্ড দেওয়া হয়েছিলো বিএনপির সাবেক কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক লুৎফুজ্জামান বাবরকে। এমনটিই জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
আজ ১৯ মার্চ (বুধবার) সুপ্রিম কোর্টের এনেক্স বিল্ডিং এর সামনে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এসব কারণেই তাকে একুশে আগস্ট এর মামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলা ফাঁসানো হয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করার কয়েকদিন পরে তার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করে নাটক মঞ্চস্থ করা হয়। অর্থাৎ তাকে গ্রেফতারের ছয় দিন পরে তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলা দায়েরের সময় তিনি রিমান্ডে ছিলেন। এজন্য আজকে আদালত বলেছেন এই মামলা করার প্রক্রিয়াটিই অবৈধ। এই মামলায় যাদের সাক্ষ্য নেওয়া হয়েছিল তাদের কারো সাথে কারো বক্তব্যের কোন মিল নেই। যার মাধ্যমে প্রমাণ হয় এই মামলার পুরোটাই ছিল ১/১১ সরকারের কারসাজি।