ফাইল ছবি
যশোর শহরের বকচর এলাকায় মিলন মোল্যা (৩৬) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, বকচর এলাকার টিটোর গরুর খামারে মিলন মোল্যা দীর্ঘদিন ধরেই কাজ করত।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আক্তার জানান, রবিবার দিবাগত রাতে কোন এক সময় বকচর বিহারী কলোনী এলাকার মিলনের গরুর খামারের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে ধারণা করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ পড়ে থাকতে দেখে। কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে ।