খাগড়াছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রবিবার খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় বৃষ্টির সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টানা বর্ষণে পাহাড় থেকে নামা ঢলের পানিতে বাড়ির টিন ও দেয়ালে মাটি ভেঙে পড়ে। এ সময় বাড়ির দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় ধসের পর বাড়ির মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা।
এদিকে, জেলা সদর ও বিভিন্ন উপজেলায় আশ্রয় কেন্দ্র চালু করা হলেও কেউ তাতে যাচ্ছে না। পানি নামতে শুরু করেছে মাইনী নদীতে। এতে করে দীঘিনালার মেরুং ও কবাখালীর সড়ক ও বসত বাড়ি থেকে পানি নেমে গেছে। তবে কৃষি জমি ও নিম্নাঞ্চল এখনও পানির নিচে তলিয়ে আছে। চেংগী নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী লোকজন আতঙ্কে রয়েছে। পৌর শহরে বিভিন্ন এলাকায় সুষ্ঠু ড্রেনের ব্যবস্থা না থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে।