সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় পর্যটকবাহী বাস উল্টে গিয়ে ১০ জন আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাসটি উল্টে যাওয়ার খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে যানচলাচল প্রায় এক এক ঘন্টা ধরে বন্ধ ছিল। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
আহতরা জানান, রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার আমিনা খাতুন বিদ্যাপীঠের ১৭ জন শিক্ষকের একটি টিম ঢাকা থেকে সাজেকের উদ্দেশে ঢাকা রওনা দেয়। খাগড়াছড়ি আলুটিলা আসতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। এতে করে ১০ জন আহত হন। বর্তমানে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতলের মেডিকেল কর্মকর্তা রিপল বাপ্পি জানান, সকালে বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজন একটু বেশি আঘাত পেয়েছেন। তবে, আশঙ্কার কিছু নেই।
ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ জানান, দীর্ঘ ভ্রমণে চালক ঘুমিয়ে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। এতে করে বাসটি পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ ঘটনায় অন্তত কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার ঘণ্টাখানেক পরে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।