ফাইল ছবি
অনলাইন ডেস্ক : শেরপুরে ধান ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়্যারমান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম জানান, কৃষক আকরাম হোসেন বুধবার সকাল ৯টার দিকে শ্রমিক আব্দুল হানিফকে সাথে নিয়ে ধানক্ষেতে পানি দিতে গিয়েছিল। সেখানে সেচ পাম্পের তার ছিঁড়ে আগে থেকেই পাম্প বিদ্যুতায়িত হয়ে থাকায় সেচপাম্পের সুইচ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন আকরাম হোসেন। তাকে বাঁচাতে গিয়ে আব্দুল হানিফও বিদ্যুস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করে।
বিদ্যুৎপৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।