সংগৃহীত ছবি
উপকরণ:
• ওয়ানথন র্যাপার: ১৫-২০টি
• মুরগির কিমা: ২০০ গ্রাম
• রসুন কুচি: ১ চা চামচ
• আদা কুচি: ১ চা চামচ
• সয়াসস: ১ টেবিল চামচ
• চিলি ফ্লেক্স: ১/২ চা চামচ (ঐচ্ছিক)
• লবণ: পরিমাণ মতো
• চিনি: ১/২ চা চামচ
• গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ
• তেল: ভাজার জন্য
• পেঁয়াজ পাতা কুচি: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
• ডিম: ১টি (ওয়ানথন র্যাপার সিল করার জন্য)
প্রস্তুত প্রণালী:
• মুরগির মিশ্রণ তৈরি করুন:
• একটি বাটিতে মুরগির কিমা নিন।
• এতে রসুন কুচি, আদা কুচি, সয়াসস, চিনি, লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং পেঁয়াজ পাতা কুচি মিশিয়ে ভালোভাবে মেখে নিন।
• ১০-১৫ মিনিট মেরিনেট করে রাখুন।
• ওয়ানথন বানানো:
• প্রতিটি ওয়ানথন র্যাপারের মাঝে ১ চা চামচ পরিমাণ মুরগির মিশ্রণ দিন।
• র্যাপারের চারপাশে হালকা করে ফেটানো ডিম লাগিয়ে নিন, যাতে এটি ভালোভাবে সিল হয়ে যায়।
• ওয়ানথনকে ত্রিভুজ বা পোটলি আকারে ভাঁজ করুন এবং চেপে সিল করুন।
• ভাজা:
• কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন।
• ওয়ানথনগুলো মাঝারি আঁচে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন।
• টিস্যু পেপারে তুলে রাখুন যাতে অতিরিক্ত তেল শোষিত হয়।
• পরিবেশন:
• গরম গরম ক্রিস্পি চিকেন ওয়ানথন পরিবেশন করুন টমেটো সস বা চিলি সসের সাথে।
বাড়িতেই সহজে মুচমুচে ও সুস্বাদু চিকেন ওয়ানথন তৈরি করে উপভোগ করুন!
Facebook Comments Box