ক্যালিফোর্নিয়ায় মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে ভেঙে পড়েছে। নৌবাহিনীর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং পাইলট সফলভাবে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান।

 

ঘটনাটি ঘটেছে নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে, যা ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএফএসএন-এর ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়ে আসছে, যার চারপাশে ছিল সমতল কৃষিজমি।

ফ্রেসনো কাউন্টি পুলিশ অফিস জানিয়েছে, স্থানীয় একটি এমারজেন্সি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে সহায়তা করেছে। ক্যাল ফায়ারও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়।

 

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি রাফ রাইডার্স নামে পরিচিত স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অন্তর্গত ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যারা নতুন পাইলট ও এয়ারক্রুকে প্রশিক্ষণ দেয়।

 

এই বিমানটি ছিল এফ-৩৫সি, যা এফ-৩৫ লাইটনিং টু সিরিজের একটি ক্যারিয়ার-ভিত্তিক সংস্করণ। এই সিরিজের আরও দুটি সংস্করণ রয়েছে—এফ-৩৫এ, যা মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে এবং এফ-৩৫বি, যা স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণের সুবিধাযুক্ত এবং মেরিন কর্পস দ্বারা ব্যবহৃত হয়।

 

প্রায় ১০০ মিলিয়ন ডলারের এ জেটের এটাই ছিল চলতি বছরের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইয়েলসন বিমানঘাঁটিতে একটি এফ-৩৫এ দুর্ঘটনায় পড়ে, সেখানেও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

 

এফ-৩৫, যা বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচিত, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের একটি মূলস্তম্ভ। লকহিড মার্টিন নির্মিত এই যুদ্ধবিমান তার অগ্রসরমান স্টিলথ প্রযুক্তি ও যুদ্ধক্ষমতার জন্য প্রশংসিত হলেও, সাম্প্রতিক বছরগুলোতে রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিসংক্রান্ত সমস্যার কারণে সমালোচনার মুখে পড়েছে।

 

বিশ্বব্যাপী ১৭টিরও বেশি দেশ বর্তমানে এফ-৩৫ প্রোগ্রামে অংশগ্রহণ করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিএনপি নেতাদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

» বাংলাদেশ ভ্রমণে কানাডার সতর্কতা জারি

» জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে: মতিউর রহমান আকন্দ

» বদরুদ্দীন উমর ছিলেন বহু রাজনীতিবীদের শিক্ষক: মির্জা ফখরুল

» বিএনপি সেই গণতন্ত্রের কথা বলে, যে গণতন্ত্রে মানুষ ভোটের অধিকার নিশ্চিত করে  : ড. মঈন খান

» সুন্দরবনের উপকূলের বাগেরহাটে শাপলা বিক্রি করেই চলছে দিনমজুর হানিফের সংসার, সরকারী সহায়তা বঞ্চিত!

» লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুত ৪ শত ৬৮ টি পূজা মন্ডব

» আগৈলঝাড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ললিতা সরকার শিক্ষা ও নৃত্যকলায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অ্যাওয়ার্ডে ভূষিত

» ঢাকা থেকে জামালপুরের আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

» গানের শিক্ষক নিয়োগ বাতিল না করলে সরকারকে বাধ্য করার হুমকি ওলামা পরিষদের

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যালিফোর্নিয়ায় মার্কিন এফ-৩৫ বিধ্বস্ত, পাইলট অক্ষত

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫সি যুদ্ধবিমান বুধবার সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ভ্যালিতে ভেঙে পড়েছে। নৌবাহিনীর এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, সন্ধ্যা ৬:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে এবং পাইলট সফলভাবে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান।

 

ঘটনাটি ঘটেছে নেভাল এয়ার স্টেশন লেমুরের কাছে, যা ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। স্থানীয় টেলিভিশন চ্যানেল কেএফএসএন-এর ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া ও আগুনের শিখা উড়ে আসছে, যার চারপাশে ছিল সমতল কৃষিজমি।

ফ্রেসনো কাউন্টি পুলিশ অফিস জানিয়েছে, স্থানীয় একটি এমারজেন্সি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে পাইলটকে সহায়তা করেছে। ক্যাল ফায়ারও আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায়।

 

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি রাফ রাইডার্স নামে পরিচিত স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-এর অন্তর্গত ছিল। এটি একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যারা নতুন পাইলট ও এয়ারক্রুকে প্রশিক্ষণ দেয়।

 

এই বিমানটি ছিল এফ-৩৫সি, যা এফ-৩৫ লাইটনিং টু সিরিজের একটি ক্যারিয়ার-ভিত্তিক সংস্করণ। এই সিরিজের আরও দুটি সংস্করণ রয়েছে—এফ-৩৫এ, যা মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে এবং এফ-৩৫বি, যা স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্বভাবে অবতরণের সুবিধাযুক্ত এবং মেরিন কর্পস দ্বারা ব্যবহৃত হয়।

 

প্রায় ১০০ মিলিয়ন ডলারের এ জেটের এটাই ছিল চলতি বছরের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইয়েলসন বিমানঘাঁটিতে একটি এফ-৩৫এ দুর্ঘটনায় পড়ে, সেখানেও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

 

এফ-৩৫, যা বিশ্বের অন্যতম উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচিত, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের একটি মূলস্তম্ভ। লকহিড মার্টিন নির্মিত এই যুদ্ধবিমান তার অগ্রসরমান স্টিলথ প্রযুক্তি ও যুদ্ধক্ষমতার জন্য প্রশংসিত হলেও, সাম্প্রতিক বছরগুলোতে রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতিসংক্রান্ত সমস্যার কারণে সমালোচনার মুখে পড়েছে।

 

বিশ্বব্যাপী ১৭টিরও বেশি দেশ বর্তমানে এফ-৩৫ প্রোগ্রামে অংশগ্রহণ করছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

সূত্র: সিএনএন

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com