মহামারী প্রত্যেক ব্যক্তিকে তাদের পেশা নির্বিশেষে ঘরের কাজ করতেও শিখিয়েছে। এমনকি সেই তালিকার বাইরে নন বলিউড তারকারাও। তাদেরই একজন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
যিনি শেয়ার করেছিলেন কিভাবে তিনি নিজে বাসন ধুয়েছেন এবং ঘরের সমস্ত কাজ একাই করেছেন।
গত বছর ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে গাটছড়া বেধেছেন ক্যাটরিনা। এরপর থেকে মাঝেমধ্যে নিজের রান্না করা খাবারের ছবি শেয়ার দিতে দেখা যায় অভিনেত্রী ও তার স্বামী ভিকিকে। সেখানেই ঘটে বিপত্তি।
সম্প্রতি ফ্রেডি বার্ডি নামে একজন ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার অভিনেত্রীর রান্নার দক্ষতা নিয়ে উপহাস করেছেন। ‘তিনি টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রীকে বাড়িতে রান্নার চেষ্টা করার জন্য কিছু সহজ রেসিপি শেয়ার করেছেন।
তার রেসিপিগুলিতে ছিল সঠিক নির্দেশনাসহ কিভাবে ডিম সেদ্ধ করবেন এবং খাওয়ার আগে সেগুলিকে ‘খোসা ছাড়াবেন’। অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে চিজ চিলি টোস্ট, আমের আচার, আম এবং আইসক্রিম।
শুধু তাই নয় ফ্রেডি আরও ব্যঙ্গাত্মকভাবে বলেন, ‘ক্যাটরিনা কাইফের জন্য সহজ রেসিপি – চাইনিজ খাবার, যেকোনো পদ্ধতি জানার জন্য জোমাটো ডায়াল করুন।
অভিনেত্রী বিষয়টি নিয়ে রেগে না গিয়ে পনির মরিচ টোস্টের ছবিতে তার প্রতিক্রিয়া জানিয়ে মজা করে ফ্রেডির স্টোরিতে উত্তর দেন, ‘এটি সহজ নয়।
ফ্রেডি বার্ডি ক্যাটের সঙ্গে তার চ্যাটের একটি স্ক্রিনশট নিয়েছেন এবং ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘যে কারণে আমি ক্যাটরিনা কাইফকে ভালোবাসি। এছাড়াও তার উত্তর এটা প্রমাণ করে তিনি যতটা সুন্দর ততটাই মজার।’
তবে এইবারই প্রথম নয়। এর আগে ‘গেহরাইয়ান’ সিনেমার প্রচারণার সময় দীপিকা পাড়ুকোন তার ইন্সটা আইডিতে সেই প্রচারণার ছবি পোস্ট করেছিলেন। যেখানে ফ্রেডি নেতিবাচক মন্তব্য করেছিল। তবে এর জন্য বিরক্ত হয়েছিলেন অভিনেত্রী। সূএ:জাগোনিউজ২৪.কম