সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে সোমবার আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন অনুষ্ঠানে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য কোস্ট গার্ডের কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে কোস্ট গার্ড পদক, ১০ জনকে কোস্ট গার্ড (সেবা) পদক, ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক এবং ১০ জনকে প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদকসহ মোট ৪০ জনকে পদক প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদের মধ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরুর পর থেকে দেশের ১৯টি উপকূলীয় অঞ্চল ও তৎসংলগ্ন নদীর তীরবর্তী এলাকার নিরাপত্তায় ‘অতন্দ্র প্রহরী’ হিসেবে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। সেই সঙ্গে বঙ্গোপসাগরের ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের সুবিশাল সমুদ্র অঞ্চলের অর্থনৈতিক ও সার্বিক নিরাপত্তা দিচ্ছে তারা।
৯৮টি আধুনিক ও দ্রুততর জলযানে সমৃদ্ধ কোস্ট গার্ডের বর্তমান সদস্য প্রায় ৩ হাজার ৯০০ জন।