রুখসানা রিমি :
—————
মাঝে-মধ্যে মনে হয় এই যে আমার চারপাশে
এত আলো, এত সবুজ- এসব আমার নয়।
আজ সকালে যত্ন করে যে সব ফুল গাছে
পানি দিয়েছি, তারাও আমার নয়।
মাঝে-মধ্যে নিজেকে খুব অসহায় মনে হয়।
মনে হয়, যাদেরকে আগলে রেখেছি
পরম মমতায়, যেসব আত্মীয়-স্বজনের বিপদে
ছুটে গিয়েছি পাগলের মতো কিংবা বন্ধু ভেবে
যাদেরকে সোনালী বিকেলগুলো দিয়েছি
অবলীলায়, এরা কেউই আমার নয়।
মাঝে-মধ্যে বড়ই একা মনে হয়। ভীষণ একা…
মনে হয়, আমার বিশ্বাস নি:শ্বাস কোনকিছুই
আমার নয়। যে ভালবাসা পেয়ে জীবনকে
ধন্য ভেবেছি, সে ভালবাসাও আমার নয়।
মাঝে-মধ্যে নিজেকে খুঁজে হয়রান হয়ে যাই।
Facebook Comments Box