দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেয়াদ শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের। আগামী বছরের ২৪ এপ্রিলের মধ্যেই নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার কথা। অর্থাৎ আগামী নির্বাচনের সময় দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত থাকবেন নতুন রাষ্ট্রপতি। তবে কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি তা নিয়ে রয়েছে নানান আলোচনা। সামনে এসেছে কয়েকজনের নাম।
বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. আবদুল হামিদ। তিনি ব্যক্তি হিসেবে দেশের ১৭তম রাষ্ট্রপতি। প্রথম মেয়াদ শেষে ২০১৮ সালের ২৪ এপ্রিল পুনরায় শপথ নিয়ে দেশের ২১তম রাষ্ট্রপতি হন তিনি। আগামী বছর ২৪ এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ। এর আগেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি।
দুই মেয়াদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আবদুল হামিদ। ১৯৯১ সালে রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র অনুযায়ী সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আবার আবদুল হামিদই একমাত্র যিনি টানা দুই মেয়াদে দেশের রাষ্ট্রপতি হয়েছেন। সংবিধানের ৫০ (২) অনুচ্ছেদে বলা আছে, ‘একাধিক্রমে হউক না হউক—দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকিবেন না।
টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ আগামীবার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ থাকছে না। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসছেন নতুন কেউ।
১৯৭২ সালের ১০ এপ্রিল জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন শাহ আব্দুল হামিদ। তিনি সে বছরের ১ মে পর্যন্ত আমৃত্যু দায়িত্ব পালন করেন। পরদিনই তার স্থলাভিষিক্ত হন মোহাম্মদউল্লাহ। যিনি বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি।
বর্তমান স্পিকারসহ স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১২ জন স্পিকার দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে মোহাম্মদউল্লাহ, আব্দুর রহমান বিশ্বাস, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার ও বর্তমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সংসদের সাবেক স্পিকার।
সংসদে এখন পর্যন্ত দায়িত্ব পালনকারী স্পিকারদের মধ্যে শিরীন শারমিন চৌধুরী ১২তম। আর নারীদের মধ্যে স্পিকার হিসেবে তিনিই প্রথম।
অনেকেই মনে করছেন, যেহেতু সাবেক ও বর্তমান মিলিয়ে চারজন রাষ্ট্রপতি সাবেক স্পিকার। তাই দেশের ২২তম রাষ্ট্রপতি হতে পারেন বর্তমান স্পিকারও। শিরীন শারমিন রাষ্ট্রপতি হলে তিনিই হবে দেশের প্রথম নারী রাষ্ট্রপতি।
স্পিকার ছাড়াও রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক (আ আ ম স আরেফিন সিদ্দিক) ও একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।
সূএ: ঢাকা মেল ডটকম