ফাইল ফটো
অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক ফিরোজ আহমেদের হামলার ঘটনা ঘটেছে। ভোররাত ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ার নিজ বাসার সামনে তিনি ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে আক্রান্ত হন। আহত সাংবাদিক নামাজ পড়তে যাওয়ার পথে এ হামলার শিকার হন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফিরোজ আহমেদ কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক আজকের সূত্রপাতের মিরপুর প্রতিনিধি, মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলো স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক। হামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবার পলাতক রয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, “সাংবাদিকের মাথায় গুরুতর আঘাত রয়েছে, পায়ে আঘাতের চিহ্নও দেখা গেছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”