ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশে বিচার বিভাগসহ প্রতিটি প্রতিষ্ঠানে মানুষের আস্থা কমে যাচ্ছে, কারণ এসব প্রতিষ্ঠান অসৎ নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “জামায়াতে ইসলামী একদল প্রশিক্ষিত, সৎ ও যোগ্য মানুষ গড়ার কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত জেলা ষান্মাসিক রুকন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পাবলিক হলে অনুষ্ঠিত এই সম্মেলন শুরু হয় সকাল সাড়ে ৯টায়।
অধ্যাপক মজিবুর রহমান বলেন, “কুরআনের শাসনই সৎ ও যোগ্য মানুষ গঠন করতে পারে। তাই রাষ্ট্রীয় ক্ষমতায় কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।” তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের পরিপূর্ণ সফলতা আসবে না যতক্ষণ পর্যন্ত কুরআনের আইন বাস্তবায়ন না হবে। এই দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জামায়াত ক্লান্তিহীনভাবে কাজ করে যাবে।
বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আগামী নির্বাচন সময়মতো হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইনশাআল্লাহ, যথাসময়েই হবে। আমীরে জামায়াত আগেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন।
আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতিতে মনোনয়ন বাণিজ্য থাকবে না, এবং দশটা হোন্ডা বিশটা গুন্ডা দিয়ে নির্বাচন ঠান্ডা করার মতো পরিস্থিতি থেকে বের হয়ে আসা যাবে।
ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন, “আগামী নির্বাচনে একটি ইসলামিক ঐক্য হবে, ইনশাআল্লাহ।” জামায়াত ক্ষমতায় আসবে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তবে আমাদের পর্যবেক্ষণ বলে মানুষ পরিবর্তন চায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমদ হারিছ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ ড. ছামিউল হক ফারুকী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাহবুবুর রহমান, এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল প্রমুখ।