কুয়েত প্রবাসীদের বাউবিতে ভর্তির সুযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশে এএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস, কুয়েত তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতারে কর্মরত কিংবা বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি ও এইচএসসি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে’র (বাউবি) অধীনে ২০২০-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হয়েছে।

এর আগে এ সংক্রান্ত অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়, যেখানে পাঁচ হাজারের বেশি আগ্রহী কুয়েত প্রবাসী এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছা পোষণ করেন। পরে বাউবি কর্তৃক ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তারা মানবিক ও ব্যবসায় শাখা ভর্তি হতে পারবে। বাংলাদেশ দূতাবাস, কুয়েত এই শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। এই প্রোগ্রামের সকল ক্লাস অনলাইনে বাউবির মাধ্যমে পরিচালিত হবে। আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাউবির বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা মোতাবেক অনলাইনে iapw.bou.ac.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

www.iapw.bou.ac.bd ওয়েবসাইট ব্রাউজ করতে সমস্যা হলে বিকল্প পদ্ধতি হিসেবে যেকোনো ব্রাউজার থেকে আইপি এড্রেস ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে বাউবি যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে বাউবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নামের তালিকা প্রকাশের পর অনলাইনের পুরণকৃত আবেদন পত্রের প্রিন্ট কপি এবং নির্ধারিত ফি বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২৬ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আগামী ১০ মার্চ ২০২৩ তারিখ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার আগে থেকে চালু থাকলেও কুয়েতে এই প্রথম চালু হয়েছে প্রবাসীদের বাউবি ভর্তির সুযোগ।

চট্টগ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, আর্থিক স্বচ্ছলতা ও পরিবারের হাল ধরতে পাঁচ বছর আগেই এক আত্মীয়ের মাধ্যমে ধারদেনা করে ভিসা নিয়ে কুয়েতে আসি। পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও আর্থিক সংকটের কারণে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি। বাংলাদেশ সরকার যেহেতু আমাদের প্রবাসীদের বাউবিতে পড়াশোনার সুযোগ দিয়েছে অবশ্যই ভর্তি হবো। আমার মতো অনেক প্রবাসী এই সুবিধা গ্রহণ করে নিজে কর্মদক্ষতার পাশাপাশি প্রাপ্ত সনদ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।

অপর এক কুয়েত প্রবাসী জাহিদ হোসেন জনি বলেন, গত কয়েক বছরে যেসব তরুণ যুবক কুয়েতে এসেছে তাদের বেশিভাগই এইচএসসি পাস। আমাদের জন্য ডিগ্রি ও অনার্স কোর্সের চালুর করা দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» রাজধানীর কাকরাইলে জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

» প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়ে জিতলেন ১৩ লাখ টাকা!

» হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

» শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ বললেন এনসিপি নেত্রী সামান্থা

» নির্বাচন পেছালে বিএনপি ছাড়া সব দলের লাভ: রুমিন ফারহানা

» ‘তোমার লাল টুকটুকে জুলাই বেচো না!’: সালমান রিফাত

» ৭ জুলাই: দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান করে ‘বাংলা ব্লকেড’

» অস্ত্র আইনের মামলায় ২ দিনের রিমান্ডে আনিসুল

» ঐকমত্য কমিশন কারো ওপর কিছু চাপিয়ে দেবে না: আলী রীয়াজ

» কনটেন্ট ক্রিয়েটরদের দুঃসংবাদ দিল ইউটিউব, আসছে নতুন নীতিমালা

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুয়েত প্রবাসীদের বাউবিতে ভর্তির সুযোগ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহিঃবাংলাদেশে এএসসি ও এইচএসসি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে (২০২৩) শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ দূতাবাস, কুয়েত তাদের ভেরিফাইড ফেসবুকে পেজে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরব, কুয়েত, কাতারে কর্মরত কিংবা বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এসএসসি ও এইচএসসি শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে’র (বাউবি) অধীনে ২০২০-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত হয়েছে।

এর আগে এ সংক্রান্ত অনলাইনে একটি জরিপ পরিচালনা করা হয়, যেখানে পাঁচ হাজারের বেশি আগ্রহী কুয়েত প্রবাসী এসএসসি ও এইচএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছা পোষণ করেন। পরে বাউবি কর্তৃক ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

তারা মানবিক ও ব্যবসায় শাখা ভর্তি হতে পারবে। বাংলাদেশ দূতাবাস, কুয়েত এই শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয় সমন্বয় সাধন করবে। এই প্রোগ্রামের সকল ক্লাস অনলাইনে বাউবির মাধ্যমে পরিচালিত হবে। আগ্রহী কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে বাউবির বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা মোতাবেক অনলাইনে iapw.bou.ac.bd প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে।

www.iapw.bou.ac.bd ওয়েবসাইট ব্রাউজ করতে সমস্যা হলে বিকল্প পদ্ধতি হিসেবে যেকোনো ব্রাউজার থেকে আইপি এড্রেস ব্যবহার করে অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। প্রাথমিক আবেদনের প্রেক্ষিতে বাউবি যোগ্য প্রার্থীদের নামের তালিকা আগামী ২৫ জানুয়ারি ২০২৩ তারিখে বাউবির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নামের তালিকা প্রকাশের পর অনলাইনের পুরণকৃত আবেদন পত্রের প্রিন্ট কপি এবং নির্ধারিত ফি বাংলাদেশ দূতাবাস, কুয়েতে ২৬ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে জমা করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

আগামী ১০ মার্চ ২০২৩ তারিখ থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার আগে থেকে চালু থাকলেও কুয়েতে এই প্রথম চালু হয়েছে প্রবাসীদের বাউবি ভর্তির সুযোগ।

চট্টগ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, আর্থিক স্বচ্ছলতা ও পরিবারের হাল ধরতে পাঁচ বছর আগেই এক আত্মীয়ের মাধ্যমে ধারদেনা করে ভিসা নিয়ে কুয়েতে আসি। পড়াশোনার প্রতি আগ্রহ থাকলেও আর্থিক সংকটের কারণে এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি। বাংলাদেশ সরকার যেহেতু আমাদের প্রবাসীদের বাউবিতে পড়াশোনার সুযোগ দিয়েছে অবশ্যই ভর্তি হবো। আমার মতো অনেক প্রবাসী এই সুবিধা গ্রহণ করে নিজে কর্মদক্ষতার পাশাপাশি প্রাপ্ত সনদ কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারবে।

অপর এক কুয়েত প্রবাসী জাহিদ হোসেন জনি বলেন, গত কয়েক বছরে যেসব তরুণ যুবক কুয়েতে এসেছে তাদের বেশিভাগই এইচএসসি পাস। আমাদের জন্য ডিগ্রি ও অনার্স কোর্সের চালুর করা দাবি জানাই বাংলাদেশ সরকারের কাছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com