২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে নাশকতার অভিযোগে করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে পেট্রোল বোমায় একটি নৈশকোচের কয়েক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় আহত হন ২০ জন। ওই ঘটনায় নাশকতার অভিযোগে খালেদা জিয়া ও বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।