কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন।

 

আজ  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু।

২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়।

পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরো ১০ জনের নাম যুক্ত করে পুলিশ। ২০ জানুয়ারি (সোমবার) মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন। বাকি ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান,  ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা- চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

 

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

 

এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকী ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

» ৬৮ কেজি গাঁজাসহ আটক ১

» গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

» অস্ত্রসহ তিনজন গ্রেফতার

» দেশে অচলাবস্থার সৃষ্টি করতে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে: দুদু

» বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

» বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

» হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

» শৈশবের ‘আলিয়া’কে জড়িয়ে ধরলেন বর্তমানের আলিয়া!

» এখন আন্দোলন ডাকার মানে হলো আলোচনার টেবিলকে অসম্মান করা

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে হরতাল চলাকালে কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ নং আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতির আদেশ প্রদান করেন।

 

আজ  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা জজ আদালতের পিপি কাইমুল হক রিঙ্কু।

২০১৫ সালের ২৫ জানুয়ারি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলাটি দায়ের করা হয়।

পরে মামলার চার্জশিটে আসামি হিসেবে আরো ১০ জনের নাম যুক্ত করে পুলিশ। ২০ জানুয়ারি (সোমবার) মামলাটি চার্জের জন্য ছিল। আদালত শুনানি শেষে খালেদা জিয়াসহ ৩৬ জন আসামিকে অব্যাহতি প্রদান করেন। বাকি ৬ আসামি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

অ্যাডভোকেট কায়মুল হক রিংকু জানান,  ২০১৫ সালে ২৫ জানুয়ারি হরতাল চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হায়দারপুল এলাকায় ঢাকা- চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে দায়ের করা ওই মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। খালেদা জিয়া এই মামলায় ৩২ নম্বর আসামি।

 

তিনি আরো জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলায় সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমান পাওয়া যায়নি এবং রাজনৈতিক কারণে এই মামলা দায়ের করা হয়েছে বলে প্রমাণিত হয়েছে।

 

এজাহারে ৩২ জনের বিরুদ্ধে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম উঠে আসে। এর মধ্যে ৩৬ জনকে অব্যহতি দেওয়া হয়েছে। বাকী ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে থাকায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com