ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সব ভবন উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কিয়েভের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে থাকার পরামর্শও এসেছে ।
এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির চ্যালেনগুলো কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, কিয়েভের টেলিভিশন টাওয়ারের কাছে বিস্ফোরণ হয়েছে। এতে দেশটির টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বাধাগ্রস্ত হচ্ছে। এ ব্যাপারে ইউক্রেন সরকার বলছে, রুশ বাহিনীর হামলার কারণে টিভি ভবনের কিছু সরঞ্জামের ক্ষতি হয়েছে। ফলে চ্যানেলগুলোর সম্প্রচার কিছু সময়ের জন্য বন্ধ থাকবে।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের টিভি টাওয়ারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার বড় বড় ঢেউ দেখা গেছে।
অন্যদিকে, ক্রমশই কিয়েভের দিকে এগিয়ে আসছে রাশিয়ার বিশাল এক সামরিক বহর। উপগ্রহ চিত্র বলছে বহরটি কিয়েভের উপকণ্ঠে পৌঁছে গেছে। পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনা। এতে জ্বলছে খারকিভের কেন্দ্রস্থল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের এক অধিবেশনে ভার্চুয়ালি যোগ দিলে তাকে স্বাগত জানান মহাদেশটির নেতারা। এসময় জেলেনস্কি দ্রুত ইউক্রেনকে ইইউ’তে নিতে আবারো আহ্বান জানান।
মঙ্গলবার রাতে ভার্চুয়াল বক্তৃতায় রুশ হামলা প্রতিরোধে সাহায্যের আবেদন জানিয়ে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন সঙ্কটের ওই মুহূর্তে আপনারা ইউক্রেনের পাশে রয়েছেন। এর আগে সকালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ চেয়ে আবেদনে সই করেন জেলেনস্কি। সূত্র- দ্যা গার্ডিয়ান ও বিবিসি।