ফাইল ছবি
চাঁদপুর শহরে বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়ায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের নিয়ন্ত্রণে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ সময় কিশোর গ্যাংয়ের পাঁচজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। জেলা গোয়েন্দা পুলিশের একটি (ডিবি) দল অভিযানে সহায়তা করে।
অর্ধশতাধিক পুলিশের দলটি শহরের কালিবাড়ী কোর্ট স্টেশন, সিএনজি স্ট্যান্ড, মিশন রোড, বালুর মাঠ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, ছায়াবানী মোড় ও রেললাইন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন কিশোর-যুবকদের পুলিশ তল্লাশি করে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ এই অভিযান চালায়। আটককৃত কিশোরদের যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের অভিভাবকদের ডাকা হবে।
অভিযানকালে আমরা রেল লাইন এলাকায় সন্ধ্যার পর কিশোর বয়সীরা যাতে আড্ডা না দেয়, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করে দিয়েছি। একই সাথে শহরের সিএনজি স্ট্যান্ডের ব্যবসায়ীদের কিশোর গ্যাং থেকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।