ফাইল ছবি
অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টঙ্গীর মরকুন কবরস্থান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়
মৃত ওই কিশোরীর নাম তারামনি (১৪)। তিনি জামালপুরের বকশীগঞ্জ থানার পলাশতলা গ্রামের হানিফ মিয়ার মেয়ে। তারামনি পরিবারের সঙ্গে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় পারিবারিক নানা বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় তারামনির। একপর্যায়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেকোন সাড়া না পেয়ে আশপাশের লোকজনদের ডাকেন। পরে ওই রুমের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত নিথর দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।