আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আবেগঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর প্রিয় বন্ধু ও সহযোদ্ধাদের সঙ্গে মাঠে নামার এই সুযোগ যেন ফিরিয়ে এনেছে পুরোনো দিনের অসংখ্য স্মৃতি।
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার ভোটমারী এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে ১৯৯৮’র এসএসসি ব্যাচের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৮০ থেকে ১০-এর ব্যাচের ছাত্ররা দুটি দলে বিভক্ত হয়ে— এ টিম এবং বি টিম হিসেবে মাঠে নামে। পুরো ৪০ মিনিটের খেলায় জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর ০-১ গোলে বি টিম বিজয় অর্জন করে। তবে এখানে ফলাফল পৌছানোর চেয়ে, আসল আনন্দ ছিল একসঙ্গে খেলতে পারার অনুভূতিতে।
এই প্রীতি ফুটবল খেলায় ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে আসাদুজ্জামান দুলু।
বয়সের ভারে শরীর কিছুটা ক্লান্ত হলেও মনোবল ছিল অটুট। খেলোয়াড়দের চোখে-মুখে ফুটে উঠেছিল চিরচেনা সেই উচ্ছ্বাস, যা একসময় এই মাঠকেই করেছে তাদের আবেগের ঠিকানা। দর্শকরাও যেন হারিয়ে গিয়েছিলেন স্মৃতির গহীনে, তাদের উল্লাস ও করতালিতে মুখরিত হয়েছিল পুরো মাঠ। খেলা শেষে সিনিয়র ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়।
৯৮ ব্যাচের আনোয়ার হোসেন দুলু বলেন, ফুটবল তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা আজও তাদের এক সুতোয় গেঁথে রেখেছে। স্মৃতির পাতায় আজ আরও একটি দিন যুক্ত হলো, যা হয়তো আবারও একদিন সবাইকে একত্রিত করবে নতুন কোনো উপলক্ষ্যে।
এ সময় খেলা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রাক্তন খেলোয়াড়রা তাদের ফুটবল জীবনের নানা গল্প শোনান।
Facebook Comments Box