আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণের উদ্যোগে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইসরাত জাহান ছনি, কৃষি অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে ১ হাজার কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ প্রদান করা হয়।
Facebook Comments Box