ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল বাকী (৭০) নামক এক সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত আব্দুল বাকী (৭০) ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের মৃত আব্দুল কাফি মিয়ার ছেলে।
আজ সকাল ১০টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়া ইউনিয়নের পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে বাই-সাইকেল নিয়ে টিসিবির পণ্য কিনতে আসা আব্দুল বাকী ওই স্থানে পৌঁছালে দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে ঘোড়াঘাট হাসপাতাল নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক গাইবান্ধা পলাশবাড়ীর সাকোয়া গ্রামের সবুজ মিয়ার ছেলে ফারুক হোসেন (২৪)কে আটকসহ কাভার্ড ভ্যানটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।