সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আবারো কানাডাকে অঙ্গরাজ্য বানানোর ইচ্ছা পোষণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আপনি যেকোনো সময় একটি অঙ্গরাজ্য হতে পারেন এবং আপনি যদি অঙ্গরাজ্য হন আমাদের কোনো ঘাটতি হবে না। আমরা আপনাদের ওপর কোনো শুল্ক আরোপ করব না।
গতকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এ কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন সংবাদমাধ্যম হাফপোস্ট এ খবর জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।
ওয়াশিংটন ডিসি থেকে ভিডিও লিংকের মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, আমাদের গাড়ি বানানোর জন্য আপনাদের আমাদের দরকার নেই, আমরা অনেক গাড়ি তৈরি করি। তাদের কাঠও আমাদের দরকার নেই কারণ আমাদের নিজের বন আছে…তাদের তেল, গাসেরও দরকার নেই, আমাদের যেকোরো তুলনায় অনেক বেশি আছে।
এদিকে কানাডাও জানিয়েছে তারা ট্রাম্পের এসব হুমকির জবাব দেবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিপরীতে তারাও পাল্টা পদক্ষেপ নিচ্ছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, শুল্ক আরোপ করা হলে জবাব দেওয়ার জন্য সবকিছু আলোচনার টেবিলে আছে। সূত্র: হাফপোস্ট