অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রাদেশিক পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। অন্টারিওর ৪৪তম সংসদ নির্বাচনে টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট নির্বাচনী আসন থেকে নিউ ডেমোক্রেটিক পার্টি-এনডিপির প্রার্থীতায় তৃতীয়বারের মতো সংসদ সদস্য (মেম্বার অব প্রভেন্সিয়াল পার্লামেন্ট) নির্বাচিত হন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান এই রাজনীতিবিদ।
ডলি ২০১৮ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম এবং ২০২২ সালে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন। কানাডার তিন স্তরের সরকার পদ্ধতির কোনো আইন পরিষদে তিনিই প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নিউ ডেমোক্র্যাট।
ডলি বেগম বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের সঙ্গে শিশু বয়সে কানাডায় অভিবাসী হন এবং স্কারবরোতে স্থায়ী হন। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় (ইউনিভার্সিটি অফ টরন্টো ) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনীতিতে আসার আগে, ডলি প্রদেশব্যাপী কিপ হাইড্রো পাবলিক প্রচারণার প্রধান সমন্বয়কারী ছিলেন যা সফলভাবে টরন্টো হাইড্রো এবং ওয়াসাগা ডিস্ট্রিবিউশনের বেসরকারিকরণ বন্ধ করে দেয়। তিনি স্কারবোরো হেলথ কোয়ালিশনের প্রাক্তন কো-চেয়ার এবং ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারের ভাইস-চেয়ার, যেখানে তিনি স্কারবোরোর মানুষের জীবনকে আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করেছেন।
নতুন আসা অভিবাসী ও কমিউনিটির প্রতি আন্তরিকতাই ডলি বেগমের এই সাফল্যে এনে দিয়েছে বলে জানিয়েছেন টরোন্টোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকদের সমস্যা, বাংলাদেশি কমিউনিটির সমস্যা এবং জনস্বার্থ নিয়ে কাজ করার মতো বিভিন্ন পদক্ষেপে তিনি ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়েছেন। সূএ: বাংলাদেশ প্রতিদিন