সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:: কানাডার টরেন্টোর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে নিধুয়া মুক্তাদিরের (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
লেক ইরি লন্ডন কানাডা সংলগ্ন অরণ্যের কাছে পোর্ট ব্রুস বিচ থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।
নিধুয়া গত ৩ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। তিনি তার মায়ের সাথে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে থাকতেন।
পুলিশ জানিয়েছে, ফানশাওয়ে কলেজের ছাত্রী নিধুয়া নার্সিং এ পড়তো।
কানাডার স্থানীয় সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। সূএ : বাংলাদেশ প্রতিদিন