এর আগে লোগো ও মাসকট প্রকাশ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচন করা হলো বিশ্বকাপের অফিসিয়াল পোস্টার। পোস্টারে কাতারের ফুটবল ঐতিহ্য ও ফুটবলের প্রতি আরব বিশ্বের ভালোবাসার বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে।
একটা নির্দিষ্ট পোস্টারের বদলে সাতটি আলাদা সিকোয়েন্সে এবার সিরিজ পোস্টার করা হয়েছে। বুথাইনা আল মুফতাহ বলেন, পোস্টারে কাতারের ফুটবল ঐতিহ্য আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এর মধ্যে যেটি প্রধান পোস্টার সেখানে আমাদের মাথায় পরার ঐতিহ্যবাহী পোশাক ‘গুত্রা-ইগাল’ শূন্যে ভাসিয়েছি।