সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: কাতার-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দোহার কাতারা কালচারাল ভিলেজে চলছে সাত দিনসব্যাপী বাংলাদেশি চিত্রকর্ম প্রদর্শনী। এ আয়োজনে স্থান পেয়েছে চিত্র শিল্পী কাজী সালাউদ্দিন আহমেদের একক চিত্রকর্ম।
সাত দিন ব্যাপী এ চিত্রকর্ম প্রদর্শনী উদ্বোধন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। এ সময় তিনি এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করায় কাতার সরকার ও কাতারা কালচারাল ভিলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বাংলাদেশি চিত্রশিল্পী কাজী সালাউদ্দিন আহমেদ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজনের মাধ্যমে তাকে সন্মানিত করায় বাংলাদেশ দূতাবাস ও কাতারা কালচারাল ভিলেজে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কাতারা কালচারাল ভিলেজের উপ-মহাপরিচালক সাইফ সাদ আল ডোসারি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান শেখ মোহাম্মেদ আব্দুল্লাহ আল সুলাইতি, কাতারস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কাতারের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানুয়ারির প্রথম দিন শুরু হওয়া প্রদর্শনীটি চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। সবার জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। সূএ : বাংলাদেশ প্রতিদিন