ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : সাবেক শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে আদালতের কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়েছে।সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতের কাঠগড়ায় তাকে তোলা হয়।
এদিন সকাল ১০টা ৮ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে কাঠগড়ায় তোলা হয়। এ সময় তাকে হেলমেট, বুলেট প্রুভ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। দুই পুলিশ সদস্য তাকে ধরে আদালতে তোলেন। আদালতে তোলার পর তার হেলমেট খোলা হয়। তখন কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে বসতে দেওয়ার জন্য চেয়ার দিতে অনুরোধ করেন। তখন আদালতের এক কর্মচারী আতিকুলের কাছে কাঠের চেয়ার দেন।
এরপর ১০টা ১৩ মিনিটে আতিকুল ওই চেয়ারে তাকে বসতে দেন। পুরা শুনানি চলাকালে তিনি এই চেয়ারে বসে ছিলেন। মাঝে মধ্যে কাঠগড়ার লোহার বেরিকেডে মাথানিচু ছিলেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল। শুনানি শেষে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া।
গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে রয়েছেন।