কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের এ আদেশ দেন। একইসঙ্গে ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কি না সেই মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

এদিকে শুনানির আগে পাঁচ মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া।

এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

পরে সকাল ৯টা ৫৮ মিনিটে পুলিশি পাহারায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এসময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। পায়ে হাঁটিয়ে তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর সকাল ১০টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পরে পুলিশের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন।

সকাল ১০টা ৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তিনি ফিরে তাকান। এসময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে দুই হাত রাখেন। শুনানির শুরুতে এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতের অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর সকাল ১০টা ৮ মিনিটে তার জামিন শুনানি শুরু হয়।

 

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, আসামি একজন সুনামধন্য আর্টিস্ট। তিনি গত বছরের ৯ জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের ১৪ আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন। ন্যায়বিচারের স্বার্থে নুসরাত ফারিয়ার জামিন প্রার্থনা করছি। এসময় তিনি নিশ্চুপ দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাচ্ছিলেন। তখন তার দু’চোখ কান্নায় ছলছল করছিল।

 

অনলাইনে জুয়া খেলেন নুসরাত ফারিয়া : পিপি

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় নুসরাত এজাহারনামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আসামিপক্ষে বলা হচ্ছে, আসামি জননন্দিত, সুনামধন্য। আমরা আরেকজন নন্দিত নায়ক ফেরদৌসকে খুঁজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। তারাও ফ্যাসিস্টদের সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সহযোগিতা করেন। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়। তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা  ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করেছেন। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন। আসামি নুসরাত ফারিয়া অনলাইনে জুয়া খেলেন। তিনি জুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। এই নুসরাত ফারিয়া যুবসমাজকে নষ্ট করতে কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছেন। তিনি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবেন।

 

এর আগে রোববার (১৮ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাংলাদেশ ও মিয়ানমারের করিডর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: কাদের গনি চৌধুরী

» আগস্টে বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

» ভারতের বিপুল পরিমাণ আমের চালান বিমানবন্দর থেকেই ফেরাল যুক্তরাষ্ট্র

» পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন

» ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি : নজরুল ইসলাম খান

» ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে: উপদেষ্টা আসিফ

» লুটেরাদের জব্দ টাকা ব্যবস্থাপনায় আলাদা তহবিল হচ্ছে : গভর্নর

» করিডর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবে সংসদ : জয়নুল আবদিন

» আপিলেও জামিন পাননি হলমার্কের জেসমিন

» টেকনাফে কোস্ট গার্ড ও মাদক পাচারকারী গোলাগুলি, একজন গুলিবিদ্ধ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের এ আদেশ দেন। একইসঙ্গে ঘটনার সময় নুসরাত ফারিয়া দেশের বাইরে ছিলেন কি না, আন্দোলনের পক্ষে পোস্ট করেছেন কি না সেই মর্মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

এদিকে শুনানির আগে পাঁচ মিনিট কাঠগড়ায় উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে ছিলেন নুসরাত ফারিয়া।

এদিন সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতের হাজতখানায় তাকে রাখা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

পরে সকাল ৯টা ৫৮ মিনিটে পুলিশি পাহারায় তাকে হাজতখানা থেকে বের করা হয়। এসময় তার মুখে সাদা মাস্ক, মাথায় হেলমেট ও গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। পায়ে হাঁটিয়ে তাকে আদালতের দোতলায় নেওয়া হয়। এরপর সকাল ১০টায় তার হেলমেট খুলে কাঠগড়ায় তোলা হয়। তখন সাদা মাস্ক মুখ থেকে একটু নামিয়ে তিনি হাঁপাতে থাকেন। পরে পুলিশের কাছ থেকে পানির বোতল নিয়ে পানি পান করেন। এরপর তিনি উল্টো দিকে ফিরে নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন।

সকাল ১০টা ৫ মিনিটে বিচারক এজলাসে উঠলে তিনি ফিরে তাকান। এসময় সামনে ঘুরে কাঠগড়ার রেলিংয়ে দুই হাত রাখেন। শুনানির শুরুতে এক আইনজীবী নুসরাত ফারিয়ার ওকালতনামায় স্বাক্ষর নিতে আদালতের অনুমতি চান। তখন নুসরাত ফারিয়া আরেক আইনজীবীকে দেখান। পরে আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন ওকালতনামা দিলে তিনি স্বাক্ষর দেন। এরপর সকাল ১০টা ৮ মিনিটে তার জামিন শুনানি শুরু হয়।

 

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, আসামি একজন সুনামধন্য আর্টিস্ট। তিনি গত বছরের ৯ জুলাই শুটিং করতে কানাডায় যান। সেখান থেকে তিনি ওই বছরের ১৪ আগস্ট দেশে ফিরে আসেন। সেই কাগজপত্র আমরা জমা দিয়েছি। তিনি আন্দোলনের পক্ষে ছিলেন। এ ঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত নন। ন্যায়বিচারের স্বার্থে নুসরাত ফারিয়ার জামিন প্রার্থনা করছি। এসময় তিনি নিশ্চুপ দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাচ্ছিলেন। তখন তার দু’চোখ কান্নায় ছলছল করছিল।

 

অনলাইনে জুয়া খেলেন নুসরাত ফারিয়া : পিপি

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেন। শুনানিতে তিনি বলেন, এ মামলায় নুসরাত এজাহারনামীয় আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আসামিপক্ষে বলা হচ্ছে, আসামি জননন্দিত, সুনামধন্য। আমরা আরেকজন নন্দিত নায়ক ফেরদৌসকে খুঁজছি। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। তারাও ফ্যাসিস্টদের সরকারের আনুকূল্য পাওয়ার জন্য সহযোগিতা করেন। এই আসামি নুসরাত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। অভিনয় দোষের নয়। তবে তিনি যেই বক্তব্য দিয়েছেন সেটা  ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করেছেন। তিনি সংরক্ষিত আসনে এমপি হতে চেয়েছেন। আসামি নুসরাত ফারিয়া অনলাইনে জুয়া খেলেন। তিনি জুয়ার বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত। এই নুসরাত ফারিয়া যুবসমাজকে নষ্ট করতে কাজ করেছেন। আন্দোলনের সময় ফ্যাসিস্টকে সহযোগিতা করেছেন। তারা নাটক, গান ও নাচের মাধ্যমে ফ্যাসিস্টদের সহযোগিতা করেছেন। ফ্যাসিস্টদের সহযোগীদের আইনের আওতায় আনতে হবে। বিদেশে থেকে তিনি এই আন্দোলনের বিরুদ্ধে প্ররোচনা চালিয়েছেন। তিনি ফ্যাসিস্টের অন্যতম সহযোগী। তাই জামিনের বিরোধিতা করছি। জামিন পেলে তিনি ফ্যাসিস্টদের ফিরে আসতে সহযোগিতা করবেন।

 

এর আগে রোববার (১৮ মে) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

 

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন এনামুল হক।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com