শাহনাজ পারভীন মিতা :
গোলাপের মত হই আমি
কাঁটার আঘাতে ক্ষতবিক্ষত তুমি,
রঙ বেরঙে প্রস্ফুটিত ,আবেশিত মন
নির্মল উন্মুক্ত উদ্যান , রুবাইয়াৎ কবিতাক্ষণ।
হৃদয়মন্দিরে ফোটে অসংখ্য গোলাপ
সুবাসিত অন্তর নয় সত্যর অপলাপ,
দুঃখ কষ্ট চারিধার নিভৃতে সময়ের আঘাত
তবুও কবিতার শব্দরা নয় কভু পরাঘাত।
গোলাপ ফুটুক শতত তোমার অন্তরে
প্রেমের সুবাসে গহীন সমুদ্র বন্দরে,
কবিতার শব্দরা প্রজাপতির ডানা
রুপকথা গল্প ,উড়ে যেতে নেই মানা ।
গোলাপে সুবাসিত তোমার জীবন
নীরব দুঃখবোধ ,সুখের আলাপন ।
Facebook Comments Box