ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫: ব্র্যাক ব্যাংক সম্প্রতি কর্মীদের নিয়ে হার্ট অ্যাটাক প্রতিরোধ এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) বিষয়ে একটি স্বাস্থ্য সচেতনতা সেশনের আয়োজন করেছে। এই সেশনটিতে সহযোগী হিসেবে ছিল ইউনিকো হসপিটালস।
৯ এপ্রিল ২০২৫ ঢাকায় ব্র্যাক ব্যাংকের হেড অফিসে এ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিল ব্যাংকটির ১০০-এরও বেশি কর্মী। সেশনে হার্ট অ্যাটাকের কারণ, লক্ষণ ও জীবন রক্ষাকারী সিপিআরের কায়দাকানুন নিয়ে আলোচনা করা হয়।
সেশনটি পরিচালনা করেন ইউনিকো হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ডা. মঈন উদ্দিন আহমেদ। তাঁর সঙ্গে ছিলেন ইউনিকো হসপিটালসের সিইও আর্দ্রা কুরিয়েন-সহ দিল্লির আসগর আলি হাসপাতালের নার্স ম্যানেজার ভবে সুশীলা। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাংককর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি হাতেকলমেও প্রশিক্ষণ দিয়েছেন এই বিশেষজ্ঞ দল।
এই আয়োজনের উদ্দেশ্য ছিল, ব্র্যাক ব্যাংকের কর্মীদের হার্ট অ্যাটাকের পূর্ব-লক্ষণ নিয়ে সচেতন করার পাশাপাশি রোগীদের কীভাবে সিপিআর-সহ অন্যান্য প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়, সেসব বিষয় সম্পর্কে হাতে-কলমে দিকনির্দেশনা দেওয়া।
ব্র্যাক ব্যাংক এই ধরনের উদ্যোগ সবসময়ই নিয়ে থাকে। কর্মীদের সুস্থতা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার সুদূরপ্রসারী লক্ষ্যের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, একটি অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর কর্মক্ষেত্রে মানসিক ও শারীরিক সুস্থতা উভয়ই অত্যন্ত জরুরি।
ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ বলেন, “একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সহকর্মীদের সুস্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মক্ষেত্রে সচেতনতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা এমন একটি কর্মপরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে একে অন্যের সাহায্যে এগিয়ে যাবে।”