ঢাকা, বুধবার, ৯ এপ্রিল ২০২৫: কর্মীদের মাঝে সৌহার্দ্য এবং সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে সম্প্রতি ইনডোর গেমস টুর্নামেন্টের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে ছিল ক্যারম, টেবিল টেনিস, দাবা, ব্যাডমিন্টন ইত্যাদি। নারী-পুরুষ উভয়ই সিঙেল, ডাবল এবং মিক্সড ফরম্যাটে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন এই প্রতিযোগিতায়।
ইনডোর গেমসে ব্যাংকটির প্রায় ৫০০ জন কর্মী অংশ নেন, যেখানে ৯ জন পুরুষ এবং ৮ জন নারী কর্মী বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী হন। বিজয়ীরা বিভিন্ন ফরম্যাটে তাঁদের দক্ষতা এবং স্পোর্টম্যানশিপের সর্বোচ্চ প্রমাণ দিয়ে শীর্ষস্থান দখল করেন। এই ইনডোর গেমস ব্যাংকটির কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে, যা একটি ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টিতে সহায়ক।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেব বলেন, “ব্র্যাক ব্যাংকে আমরা একটি সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা সহকর্মীদের মাঝে দৈহিক পরিশ্রম এবং একে-অন্যের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের গুরুত্বের বার্তা দিয়েছি। এটি শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং কর্মস্থলে সহযোগিতামূলক ও প্রাণবন্ত পরিবেশ সৃষ্টির একটি প্রচেষ্টাও।”
ইনডোর গেমস আয়োজন ছাড়াও ব্র্যাক ব্যাংকে কর্মীদের জন্য রয়েছে ইয়োগা সেশন, রিডিং ক্লাব, মিউজিক ক্লাব ও রানার্স ক্লাবের মতো ব্যতিক্রমী সব উদ্যোগ, যা কর্মস্থলে সুস্ততা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে যাচ্ছে নিয়মিত।