উন্নত বিশ্বের সঙ্গে মিল রেখে দ্রুত কর্মসংস্থানমুখী কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৪ ও ৫ নভেম্বর রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে ওই কর্মশালা অনুষ্ঠিত হবে। দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকগণ নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি মূল্যবান মতামত তুলে ধরবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আজ এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতানুগতিক ধারা পরিবর্তন করে দক্ষতাভিত্তিক, কর্মমুখী এবং বিশ্বের উন্নত দেশের সঙ্গে মিল রেখে দ্রুত কর্মসংস্থানমুখী কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দুই দিনব্যাপী কর্মশালায় ৩৭টি বিষয়ে দেশি-বিদেশি প্রথিতযশা শিক্ষাবিদ ও গবেষকগণ তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন এবং মূল্যবান মতামত প্রদান করবেন। ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে আগামী ৪ ও ৫ অক্টোবর এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত ওই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি অন্যদের মধ্যে এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। এছাড়া কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান।