ছবি:সংগৃহীত
করোনা মহামারি (কোভিড-১৯) থেকে সেরে উঠলেও বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এমন একটি নতুন রোগের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। চিকিৎসাবিজ্ঞানে এটি প্রাণঘাতী হিসেবেই পরিচিত।
ব্রেন ফগ থেকে চুল পড়ে যাওয়া। এছাড়া মস্তিষ্কের একটি মারণ রোগের পেছনেও এর হাত থাকতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনা লক্ষ করেছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি ৬২ বছর বয়সী এক ব্যক্তিকে নিউইয়র্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সমস্যা বলতে ছিল তার হাঁটাচলার অসুবিধা ও দ্রুত বাড়তে থাকা ডিমেনশিয়া। আমছরিকান জার্নাল অব কেস রিপোর্টসে এই রোগীর বিস্তারিত খুঁটিনাটি প্রকাশিত হয়।
জার্নালে লেখা হয়, কোভিডে আক্রান্ত হয়েছিলেন এই বৃদ্ধ। তার পর থেকেই তার মস্তিষ্কে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। স্নায়ুসম্পর্কিত সমস্যাই সেখানে প্রধান। একইসঙ্গে বলা হয়, প্রিয়ন নামের একটি মারণরোগের খোঁজ মিলছে তার মস্তিষ্কে।
প্রথম দিকে সিটি ও এমআরআই স্ক্যানেও ধরা পড়েনি কোনও রোগের লক্ষণ। একাধিকবার সেই পরীক্ষা করানো হয়। খাবার খেতে প্রথমে অসুবিধা না হলেও পরে সমস্যা হতে থাকে। শেষে ফিডিং টিউব দিয়ে খাবার খাওয়ানো হত তাকে। হাসপাতালে ভর্তির ছয় সপ্তাহের মাথায় তার মৃত্যু হয়। তার মস্তিষ্কের নমুনা বিশ্লেষণ করেই খোঁজ মেলে প্রিয়ন রোগের। এই রোগে একটি প্যাথোজেনিক এজেন্ট মস্তিষ্কে প্রবেশ করে কোষের বৃদ্ধি বিকৃত করে দেয়। ফলে মস্তিষ্কের কার্যক্ষমতায় বিকৃত লক্ষণ দেখা দিতে থাকে।
কোভিডের পর থেকেই এই সমস্যা দেখা দিচ্ছিল বলে অভিযোগ। বিজ্ঞানীদের অনুমান, কোভিডের সঙ্গে এই প্যাথোজেনের যোগ রয়েছে। তেমনটা সত্যি হলে অনেক কোভিড আক্রান্তই এই মারণ রোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস