সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচিতে ধসে পড়া পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্যক্রম রবিবার শেষ করেছে উদ্ধারকারী দল। চূড়ান্তভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।
শুক্রবার রাতে লিয়ারি এলাকার ফিদা হুসেইন শেখা রোডের লিয়ামার্কেট এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরও মরদেহ উদ্ধার করতে রাতভর কাজ করে উদ্ধারকারীরা।
রেসকিউ ১১২২-এর মুখপাত্র হাসানুল হাসিব খান ডন ডটকমকে জানান, “রবিবার সন্ধ্যায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। এর পর আর কোনো মরদেহ পাওয়া যায়নি। এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করে করাচি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, রেসকিউ ১১২২-এর ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবিদ জালালউদ্দিন শেখ ৩০ ঘণ্টারও বেশি সময় উদ্ধার কার্যক্রম সরাসরি তদারকি করেছেন।
ভবন ধসের প্রকৃত কারণ এখনো নির্ধারিত না হলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনটি জরাজীর্ণ হওয়াই এর প্রধান কারণ।
হাসিব খান বলেন, “ধসের আগের দিন ভবনবাসীরা একটি ‘কম্পন’ অনুভব করেছিলেন। এখন বলা যেতে পারে সেটা কোনো ভূমিকম্প ছিল না, বরং ভবনের কাঠামো কেঁপে উঠেছিল বা স্থানচ্যুত হয়েছিল। ভবনটিতে ১২টি পরিবার বসবাস করছিল, যদিও ওই কম্পনের পর কিছু পরিবার ভবনটি ছেড়ে দিয়েছিল।”
সূত্র: ডন