সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বর্তমানে ইউটিউব কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং অনেকের জন্য এটি একটি স্থায়ী আয়ের উৎসে পরিণত হয়েছে। নানা ধরনের কনটেন্ট তৈরি করে হাজারো ইউটিউবার মাসে লাখ লাখ টাকা আয় করছেন। অনেকে আবার হয়ে উঠেছেন পরিচিত মুখ কিংবা ইন্টারনেট তারকা।
তবে এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একটি দুঃসংবাদ নিয়ে এসেছে ইউটিউব। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়েছে, আগামী ১৫ জুলাই থেকে পুরোনো ভিডিও পুনরায় আপলোড করে আর কোনো আয় করা যাবে না। ইউটিউবের নতুন নীতিমালা অনুযায়ী, একই ভিডিও নতুন করে প্রকাশ করে মনিটাইজেশনের সুযোগ আর থাকবে না।
কেন এই পরিবর্তন?
ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে কনটেন্টের মান ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে এবং অনৈতিক কার্যকলাপ বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ইউটিউবারই তাদের পুরোনো ভিডিও নতুন করে আপলোড করে বারবার আয় করছেন। এমনকি কেউ কেউ অন্যের তৈরি ভিডিও কিংবা এআই-নির্ভর কনটেন্ট চ্যানেলে প্রকাশ করে মনিটাইজেশনের অপব্যবহার করছেন।
এর ফলে প্ল্যাটফর্মে নকল ও অনুপযুক্ত কনটেন্টের পরিমাণ বাড়ছে, যা ইউটিউবের সামগ্রিক মান ও দর্শকদের বিশ্বাসের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
নতুন এই নীতিমালা মূলত মানসম্মত কনটেন্ট নির্মাতাদের সুরক্ষা নিশ্চিত করতে এবং নকল কনটেন্ট নির্মাতাদের নিরুৎসাহিত করতেই চালু করা হচ্ছে। ইউটিউব চায়, ব্যবহারকারীরা যেন আরও নির্ভরযোগ্য, আসল এবং সৃজনশীল ভিডিও কনটেন্ট উপভোগ করতে পারেন। সূত্র : ইন্ডিয়া টিভি।