সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কক্সবাজারে অবস্থান করছেন। শুক্রবার সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার আসেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে আজ সকালে ব্যক্তিগত সফরে তিনি কক্সবাজার এসেছেন। বর্তমানে উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকতের পাশের একটি রিসোর্টে অবস্থান করছেন তিনি।
বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, ‘এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশযাপনে কক্সবাজার এসেছেন।
সফরকালে তার কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এবং আগামী ২৬ জানুয়ারি তিনি ঢাকার উদ্দেশে বিমান যোগে কক্সবাজার ত্যাগ করতে পারেন বলে জানা গেছে।