সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক: বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতির মঞ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কিন্তু তাতে খুব একটা ভালো করতে পারেনি তারা। তিন ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। তবে ওয়ানডের স্মৃতি ভুলে এবার টি-টোয়েন্টি সিরিজে লড়তে যাচ্ছে দুই দল।
সেন্ট ভিনসেন্টে প্রথম ম্যাচের আগে সৌম্য সরকার অবশ্য শোনালেন ক্যারিবিয়ানদের হারানোর কথা, ‘পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।’
জাতীয় দলের এই ওপেনার বিশ্বাস করেন পুরো দলের পারফরম্যান্সেঅ ভালো করা সম্ভব, ‘আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।
ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সেখান থেকে ভালো দিকই খুঁজতে চাইছেন সৌম্য, ‘আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলিং ইউনিট হতাশ করেছিল দলকে। ৩২১ রান করেও হারের খাতায় ছিল টাইগারদের নাম। যদিও প্রেস কনফারেন্সে সৌম্যর প্রত্যশা বোলাররা ভালো কিছু করবেন, ‘আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।’