সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ওয়ানশুটার গান ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে আটকদের কালিয়া থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
আজ ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিমপাড়ায় তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন – পুরুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মো. আনিস শেখ (৪৫), একই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৩৮) এবং মৃত এনামুল মোল্যার ছেলে মো. চঞ্চল মোল্যা (৩৬)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা অভিযানে আসামিদের বাড়ির বিভিন্ন স্থান থেকে অবৈধ একটি দেশীয় ওয়ানশুটার গান, অ্যামুনেশন (কার্তুজ) বানানোর উপকরণ, ছয় রাউন্ড তাজা কার্তুজ, ১৭টি ব্লাংক কার্তুজ, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি ছুরি, সাতটি স্যান-দা, সাতটি বল্লম, একটি ট্যাটা, দু’টি তির-ধনুক, তিনটি চাপাতি, ১৯টি সরকি, ছয়টি ঢাল, দু’টি শর্টগানের কভারসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক এবং সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হবে।