সংগৃহীত ছবি
বিনোদন ডেস্ক :বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। যিনি তার সৌন্দর্য, প্রতিভা ও অভিজাত রুচির জন্য সমধিক পরিচিত। এই অভিনেত্রীর ভক্ত পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তার আমন্ত্রণে ২০০৮ সালে পাকিস্তানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। যোগ দিয়েছিলেন একটি প্রাইভেট পার্টিতে। অবশ্য এর জন্য পারিশ্রমিক হিসেবে ১০ কোটি রুপিও নিয়েছিলেন অমিতাভ বচ্চনের পুত্রবধূ।
ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ২০০৮ সালে আসিফ আলি জারদারি যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখনই সেদেশে গিয়ে পারফর্ম করেন ঐশ্বরিয়া। এর জন্য নাকি ১০ কোটি রুপি পেয়েছিলেন তিনি। জারদারির অনুরোধেই ওই অনুষ্ঠানে অংশ নেন বলিউডের এই অভিনেত্রী। বিষয়টি তখন গোপনীয় ছিল। সেই প্রাইভেট পার্টির কোনো ভিডিও বা ছবি তোলাতেও ছিল কড়া নিষেধাজ্ঞা। তাই কোনো প্রমাণ নেই। পরে নাকি পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ ঐশ্বর্যের এই বিশেষ পারফরম্যান্সের কথা ফাঁস করে দেন।
এদিকে, বিশ্ব সুন্দরীর খেতাব পাওয়ার পর থেকেই বলিউডে কাজ শুরু করেন ঐশ্বরিয়া। পা রাখেন হলিউডেও। একসময় সালমান খানের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের খবরে সরগরম ছিল গোটা বলিউড। কিন্তু ২০০৭ সালে এই অভিনেত্রী ঘর বাঁধেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে।