ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গণঅধিকার পরিষদের এ বৈঠক শুরু হয়।
বৈঠকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।
ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ সূচনা বক্তব্য বলেন, লক্ষ্য একটাই, ৫৩ বছর ধরে যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করেছে তা যেন বাস্তবায়ন করা যায়, সকলে মিলে যেন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। তারই অংশ হিসেবে এ আলোচনা।
তিনি আরও বলেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন, মতামত, সুপারিশ যথেষ্ট নয়, সকল রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক ও জনমানুষের ঐক্যের মধ্যদিয়ে আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে নিতে পারব। কেবল আমরা কাগজে কি লিখছি তা নয়, চর্চা অঙ্গীকার ও প্রতিশ্রুতির মধ্যদিয়ে একাজে অগ্রসর হতে হবে। সে প্রচেষ্টায় আছি।
আলী রীয়াজ বলেন, টেবিলেই সব শেষ হবে আমরা মনে করি না। সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে রাজপথে, চর্চায়, ঐক্যে এবং সকলের সম্মিলিত ভাবে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা করতে হবে। যেন ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে।