সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুইদিন ব্যাপী কাউন্সিলের শেষ অধিবেশনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করে নির্বাচন কমিশনের আহ্বায়ক জোবায়ের রহমান। আগামী তিন বছরের জন্য তারা নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মজিবুর রহমান ভূইয়া মঞ্জু ১৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এর আগে গত শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী চেয়ারম্যান পদে ভোটগ্রহণ চলে। মোট ২৮০৬ ভোটারের মধ্যে ১৬৬৮টি ভোট কাস্টিং হয়েছে। তাদের মধ্যে মজিবুর রহমান মঞ্জু ১৪০০টি ভোট পেয়ে তিন বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এএফএম সোলায়মান চৌধুরী পেয়েছেন ২১১টি, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম ৩৩টি ভোট পেয়েছেন।