ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আজ সপ্তম দিনের মতো আন্দোলন করছেন তার সমর্থকরা। ‘ঢাকাবাসী’ ব্যানারে টানা এ আন্দোলন চলছে। গত কয়েক দিন নগর ভবনের সামনে অবস্থানসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও আজ বুধবার সকালে আন্দোলনরত ইশরাক সমর্থকরা রাজধানীরা মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
এদিকে আজ দুপুরে ডিএনসিসির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষ হয়েছে। আজ দুপুরে আদেশ দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় আদেশ দেবেন হাইকোর্ট। তবে আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন। দ্রুত তিনিও আন্দোলনে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন।
বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। ওই ফেসবুক পোস্টে ইশরাক বলেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যত দিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্যে অল্প সময়ের মধ্যেই হাজির হবো ইনশাআল্লাহ।’
এর আগে আরেক পোস্টে ইশরাক বলেন, ‘নির্দেশ একটাই—যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’